বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৫:৫৩ পূর্বাহ্ন
তৈয়বুর রহমান (তুহিন),চরফ্যাশন ভোলা।। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অনেক ঐতিহ্য রয়েছে ভোলা৪ আসনে। চরফ্যাশন মনপুরা আসনের অনেক রাজনীতিবিদ স্বাধীনতা আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক পেক্ষাপটে বিশেষ ভ’মিকা জাতির জন্য স্মরনিয় হয়ে রয়েছে।স্বাধীনতার ৪৭ বছরেও এই ঐতিহ্যবাহী জেলার চরফ্যাশন মনপুরায় দেয়া হয়নি কাউকে কোন মন্ত্রী’র দ্বায়িত্ব।ফলে উপেক্ষিত হয়েছে চরফ্যাশন মনপুরা বাসী ২০০৮সালে জাতীয় সংসদ নির্বাচনে ১১৮ভোলা৪ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন,আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ২০১৪-এ অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে ১১৮ ভোলা-৪ থেকে ২য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি ১২ জানুয়ারি ২০১৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। পরবর্তীতে তিনি ২৬ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।পিতা সাবেক এমপি প্রয়াত অধ্যক্ষ মরহুম মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের পথ ধরে রাজনীতিতে আসা এই আওয়ামী লীগ নেতার সবচেয়ে বড় যোগ্যতা উন্নয়ন।জ্যাকব তার নির্বাচনী এলাকা ভোলা৪ (চরফ্যাশন মনপুরা)উপজেলায় ৯৮% উন্নয়ন করেছেন বলে জানা যায়।এবারো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮ ভোলা৪ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।মাননীয় প্রধান মন্ত্রীর কাছে চরফ্যাসন মনপুরা বাসির প্রাণের দাবি জ্যাকব,কে এবার মন্ত্রীসভা রদবদলে আবারো মন্ত্রী দিয়ে ভোলা৪ চরফ্যাশন মনপুরায় উন্নয়ন আরো তরান্বিত করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ঐতিহ্যবাহী জেলার শিক্ষিত, সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পরিছন্ন রাজনীতিবিদ ভোলা৪ আসনের ব্যাপক ভোটে বিজয়ী হ্যাট্রিক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব,কে আবারো মন্ত্রী’র দ্বায়িত্ব দেয়া চরফ্যাশন মনপুরা বাসীর প্রণের দাবি।এ ব্যাপারে শিক্ষিত সমাজ বলেন- আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের মতো একজন সৎ দক্ষ রাজনীতিবিদ আমি দেখি নাই।এবার মন্ত্রীসভায় রদবদল হচ্ছে বলে জানাগেছে। তারই ধরাবাহিকতায় তাকে আবারো মন্ত্রীত্ব দিলে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আর চরফ্যাশন মনপুরা গনমানুষের প্রানের দাবি জ্যাকব’কে আবারো মন্ত্রীত্ব দেয়া হউক ।চরফ্যাসন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র বলেন- আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব,একজন পরিছন্ন রাজনীতিবিদ। তার গ্রহনযোগ্যতা সার্বজনিন। চরফ্যাশন মনপুরা গনমানুষের আস্থার মানুষ তিনি।মন্ত্রীসভায় রদবদলে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব,কে আবারো মন্ত্রীত্ব দেয়া চরফ্যাশন মনপুরা বাসীর জন্য গুরুত্বপুর্ণ।চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবদিন আখন বলেন- চরফ্যাসন মনপুরাবাসীর দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী ২০২০ সালে মন্ত্রীসভা রদবদল করবেন, এবং তারই ধরাবাহিকতায় ২০২০সালে’র মুজিব বর্ষে উপহার হিসেবে চরফ্যাশন মনপরা গনমানুষের প্রিয় নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে মন্ত্রী হিসেবে উপহার দিবেন।