বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৪:৪৮ পূর্বাহ্ন
আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন(জেলা প্রতিনিধি): ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সরকারি সেবাসমুহ প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে লালমনিরহাট সদর ও আদিতমারি উপজেলার মহিলা উদ্যোক্তা এবং কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার পুরুষ উদ্যোক্তাদের সমন্বয়ে দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়।
১৯ জানুয়ারী রবিবার বেলা ৩ ঘটিকায় দ্বিমাসিক সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। তিনি তার বক্তব্যে সরকারি সেবাসমুহ প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উদ্যোক্তাদের আরো আন্তরিক হতে বলেন। ওয়েব পোর্টাল আপডেট করতে এবং জমির পর্চা ও ই-নাম জারীর ক্ষেত্রে যেন কোন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন সেদিকেও লক্ষ্য রাখতে বলেন না হলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। দ্বিমাসিক সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লালমনিরহাট এর পক্ষে ওসি ডিবি লালমনিরহাট মকবুল হোসেন, সিভিল সার্জন লালমনিরহাট ডাঃ মোঃ আবুল কাশেম, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট বিধুভূষণ রায়, উপ পরিচালক সমাজসেবা কার্যালয় লালমনিরহাট, জেলা শিক্ষা অফিসার লালমনিরহাট মোঃ আবু হোরায়রা, প্রধান শিক্ষক লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মোঃ শাহজাহান আলী, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট মোঃ জাকির হোসেন, স্বত্তাধিকারী পারস্পেক্টিভ ডিজাইন লিমিটেড দুরাকুটি লালমনিরহাট জাহাঙ্গীর আলম সরকার, পরিচালক মোস্তফা আউটসোর্সিং মিশনমোড় লালমনিরহাট মোঃ মনিরুজ্জামান সরকার, জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম ও জেলা প্রাণী সম্পদ অফিসার সাইদুর রহমানসহ প্রমূখ।
সভাশেষে দ্বিমাসিক সভার সভাপতি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।