শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১১:১৬ অপরাহ্ন
ইমাম হোসেন হিমেল জেলা প্রতিনিধি
কলাপাড়ায় বেকার যুবকদের ভারী কাজ না করতে পাড়া যুবক বৃদ্ধাদের অয়ের উৎস হল মটর বাইক ভারায় চালানো,
এই পেশায় অনেকেই বাধ্য হয়ে এই পেশায় আসেন বেকার জীবন চা খেয়ে টাকা না দিতে পারা ছোট ভাইয়ের আবদার মেটাতে না পাড়া, সংসারের বোঝা হয়ে থাকা, বিভিন্ন সমস্যা জর্জরিত হয়েই এই পেশায় আসেন,
বেশি ভাগ বেকার যুবকরাই এই পেশায় নিয়োজিত আছেন, এই যুবকরা অনেকেই টাকার জন্য অনেক টা বখাটে ছিলেন, এখন তারা এই পেশায় এসে টাকা পাচ্ছে, এখন তাদের অনেক সুন্দর জীবন যাপন করছেন তারা,
এই মটর বাইক চালকদের সাথে কথা বলে জানা যায়,,,অনেকে মটর বাইকের অর্ধেক টাকা দিয়ে পার্ক বাংলা উওরা মটরস থেকে এই বাইক কিনছেন অর্ধেক টাকা এখনো এই শো রুম গুলোতে বাকী আছে মাসে ৫০০০ টাকা দিতে হয় তৈল মবিল খরচঁ আছে মাসে ৫০০০টাকা, সংসারে খরচা ছেলে মেয়ের লেখা পড়ার খরচ ডাক্তার হাট বাজার পৌরসভার কর যে কোন অনুষ্ঠানে টাকা চাঁদা দেওয়া সহ মোটামুটি ১৫০০০ থেকে ১৮০০০ হাজার টাকার চ্যালেঞ্জ নিতে হয় মাসে কলাপাড়া উপজেলায় প্রাই ৭০% রাস্তা কাঁচা ধুলোবালী কাঁদা মাটি, রোদ বৃষ্টি পানি যেন গায়ে লেগে থাকে সব সময় তবুও এই সগ্রাম করতে হয়, নিজের খুব কস্ট হয় তবুও নিজের ফ্যামিলীকে ভালো রাখতে হলে এই চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে ,
বাংলাদেশর সবাই জানে আওয়ামী লীগের ফ্যামিলী গুলো গরিব হয় কলাপাড়ায় ও তার প্রভাব পড়েছে বেশির ভাগ বাইক চালক আওয়ামী লীগ দলীয় কোন মিছিল মিটিং হলে কোন কর্মী না থাকলে ও মটর বাইক চালকরা সবার আগে থাকে এর পড়ে ট্রাফিক সার্জেনের সমস্যা ত আছেই,
নিরাপদ সড়কের দাবিতে এই আইন করায় আমরা অনেক খুশি হয়েছি কারন, আমরা সবাই চাই নিরাপদ সড়ক সন্মান করি সরকারের এই উদ্যোগ কে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের কে ভালো রাখার জন্য তার জীবন দিতে ও প্রস্তুত, তার জনগনের জন্য তিনি সব করতে পাড়েন তার প্রমান আমরা পেয়েছি ক্যাসিনো বিরোধী অন্দোলনের মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের দাবী,
আইনের নিধি বিধান টা একটু চেইঞ্জ করা ধরকার, ছিলো যেমন ড্রাইভি লাইসেন্স না থাকা অবস্তায় কেউ ধরা পড়লে ড্রাইভি লাইসেন্সের অবেদন না করা পর্যন্ত গাড়ি অটক থাকবে, সাথে হেলমেট বাধ্যতা মূলক করা উচিত মনে হয় আমাদের ভালো হত, পাশাপাশি বি আর টি অফিসে দিকে নজর রাখতে হবে প্রশাসনের কারন এই অফিস গুলো হল দুর্নীতির অাতুরঘর, সবার কথা চিন্তা করে প্রতিনিধিরা কাজ করলে এই দেশ ডিজিটাল করা সম্ভব,