শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১১:১৫ অপরাহ্ন
এম,আমিরুল ইসলাম (জিবন)স্টাফ রিপোর্টারঃ
যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কল্যাণের উপজেলা প্রতিনিধি এমামুল হাসান সবুজের পিতা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইউসুপ আলী (৭৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারাযান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েশ অসংখ্য আত্মীয় সজন রেখে গেছেন। বাদ আসর ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুর খবর শুনে তাকে দেখতে যান এবং জানাযায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোর্তুজা ইসলাম বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, শামীম রেজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশিদ প্রমুখ।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশাসহ ঝিকরগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি অ মাগফেরাত কামনা করেছেন।