শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১০:৪৮ অপরাহ্ন
মো: আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন, হাতীবান্ধা প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জে সানিয়াজান নদীর বালুচরে পুঁতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় সানিয়াজান ব্রীজের কাছে মাটির নিচে পুঁতে রাখা লাশের পা দুটো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্খানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা মনে করছেন মরদেহটি বড়খাতা দোয়ানী মোড় এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে একরামুল হকের(৩০)। একরামুল হকের ছোটভাই আক্তার হোসেন প্রাথমিক ভাবে লাশ শনাক্ত করে বলেন যে, একরামুল গত শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মম হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন
হহাতীবান্ধা, লালমনিরহাট।
০১৭২৩১৪০৭৭৫