গত ১০ বছরে অর্থাৎ ২০১২ সাল থেকে এ পর্যন্ত দেশে প্রায় ১০ কোটি মোবাইল গ্রাহক সংখ্যা বেড়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মোস্তফা জব্বার বলেন, ২০১২ সালে দেশে মোট মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ৮ কোটি ৬৬ লাখ, সেখানে ২০২২ সালের মে মাস পর্যন্ত গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ। অর্থাৎ বিগত ১০ বছরে ৯ কোটি ৬৮ লাখ গ্রাহক বেড়েছে।
তিনি জানান, আগে থ্রি জি মোবাইল গ্রাহক সংখ্যা ছিল না, যা বর্তমানে ৩ কোটি ১৯ লাখ হয়েছে। বর্তমানে ফোর জি মোবাইল গ্রাহক হয়েছে ৭ কোটি ৫৪ লাখ। এছাড়া ২০১২ সালে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ২ কোটি ৮৯ লাখ, কিন্তু বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৪২ লাখে।