পবিত্র ঈদ ফিতর ২০২২ উপলক্ষে কালীগঞ্জ উপজেলার সকল জনসাধারণ কে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায়, ফিরোজা বেগম বলেন ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় ঈদ। তিনি বলেন বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন,অর্থনৈতিক বৈষম্য দুর করে মানুষের আর্থ-সামাজিক ও ধর্মীয় অবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। তিনি আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন।
ঈদ-উল- আযহার শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধৃদ্ধ করবে বলে জনাবা ফিরোজা বেগম প্রকাশ করেন। তিনি আরও বলেন ঈদের আনন্দ সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও সকলের জন্য দোয়া কামনা করেন।
Leave a Reply