হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবী আত্মমানবতার সংগঠন সুখ পাখি অসহায় অসুস্থ দুস্থ শিশুকে নগদ অর্থ তুলে দেয়া হয়েছে। উল্লেখ্য ইতিপূর্বে চলার জন্য হুইল চেয়ার তুলে দেওয়া হয়েছিল।
বুধবার ২৭ ( এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সুখ পাখি আয়োজনে অসহায় অসুস্থ আন্নিশাহ জিনাত ও তার মা এর হাতে হুইল চেয়ার ও নগদ অর্থ ৯৫ হাজার টাকা হাতে তুলেদেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সিরাজগঞ্জ মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, ও সুখ পাখি প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাহিদ হোসেন রজব, ও প্রতিষ্ঠাতা সদস্য রাসেল রহমান, ও সদস্য হালিমাতুজ সাদিয়া, আব্দুল মমিন, রেজা রাব্বি, মাহমুদুল হাসান খান ( মাসুম), এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বৃন্দ।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন সমাজে যারা বিত্তবান মানুষ আছেন তারা অসহায় দুস্থ অসুস্থ মানুষদের পাশে থেকে কাজ করে যেতে হবে। আজকে এই শিশুটির পাশে আমাদের সকলের দাঁড়াতে হবে তবেই মানব সেবা, করা হবে। আজকে স্বেচ্ছাসেবী সংগঠন সুখ পাখি তারা সমাজে আত্মমানবতার কাজে নিয়োজিত আছে। আমি জেলা প্রশাসনের পক্ষে থেকে অসুস্থ এই শিশুটিকে পবিত্র ঈদুল ফিতর পরে আমরা জেলা প্রশাসন থেকে আর্থিক ভাবে সহায়তায় করবো।
উল্লেখ্য সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী হালিমা তুজ সাদিয়া তার ফেসবুক পেজ থেকে মাত্র ৪ দিনের মধ্যে ৯৫ হাজার টাকা সংগ্রহ করেন ।
ফেসবুক ভিওিক একটি মানবতার সংগঠন সুখ পাখি বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে, এবং মানুষের পাশে থাকা ও ঐক্যবদ্ধ ভাবে একজন অসহায় পাশে দাঁড়ানো তাদের মূল লক্ষ্যে তেমনি সিরাজগন্জ শহরের পৌর এলাকা মাহমুদ পুর পশ্চিম পাড়া গ্রামের মোঃ সবুর সেখের মেয়ে আন্নিশাহ জিনাত ৫ বছর বয়সী এই মেয়ে অসুস্থ অসহায় এক শিশুর পরিবারের হাতে নগদ ৯২ হাজার টাকা ও একটি হুইল চেয়ার তুলে দেওয়া হয়েছে। সুখ পাখি সংগঠনটি যে সকল কাজ করে থাকে যেমন দরিদ্র অচল মানুষের কর্মসংস্থান, দরিদ্র মানুষদের চিকিৎসা অনুদান, সুখ পাখি (ভাম্যমান মানবতার ভ্যানের মাধ্যমে শীত বস্ত্র ও খাদ্য বিতরন এবং সুখ পাখি স্বাস্থ্য সেবা কেন্দ্র ।
Leave a Reply