হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সারা দেশের সড়ক পণ্য পরিবহন শ্রমিকরা এক হও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য অবিরাম লড়াই করো এই স্লোগান কে সামনে রেখে রাজশাহী ও রংপুর বিভাগের পণ্য পরিবহন শ্রমিকদের প্রতিনিধিত্বকারী বেসিক ট্রেড ইউনিয়ন সমূহের প্রতিনিধিদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় সিরাজগঞ্জ জেলা এবং ট্রাক কাভার্ড ভ্যান পরিবহন কার্যালয়ে প্রতিনিধিদের যৌথ মতবিনিময় সভা সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আজীবন প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্বা ফজলুল মতিন মুক্তা ও দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: নূর ইসলাম মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন ঢাকা অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন ঢাকা কার্যকরী সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন ঢাকা যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পাটোয়ারী, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন ঢাকা সাংগঠনিক সম্পাদক আ. খ. ম গোলাম রহমান ডালু, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপ সভাপতি একরামুল হক রিজভী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ডাবলু প্রমূখ।
উল্লেখ্য, প্রতিনিধিদের যৌথ মতবিনিময় সভা সকল ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা কর্মীদের মৃত্যু ব্যাক্তিদের সরণে এক মিনিট পালন করা হয়।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এম. এ. ওয়াহাব।
Leave a Reply