সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ইন ফেলাক, প্রাইম টেক,ও স্পেন স্টুডিও যৌথ পরিচালনা এর লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প আইসিটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, প্রকল্প পরিচালক (উপসচিব) মো: হুমায়ুন কবীর। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এ সময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার রেদোয়ান আহমেদ রাফি, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, সিরাজগঞ্জ সরকারি কলেজের আইসিটি শিক্ষক মো: আব্দুল হান্নান, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের আইসিটি শিক্ষক মোঃ আব্দুল জব্বার, জান্নাত আরা হেনরী সাইন্স এন্ড টেকনলোজি কলেজ আইসিটি শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন প্রমূখ।
এ সময় প্রধান অতিথি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর তথ্য প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেধাবী তৈরি করে দেশের উন্নয়ন ও নিজের কর্ম দক্ষতা অর্জনের লক্ষে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসোনীয়। আমাদের দেশ এখন ডিজিটালে পরিনত হয়েছে। সকল ক্ষেএে বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আইসিটি ডিভিশনের সকল কর্মকান্ড।
উল্লেখ্য, সেমিনার শেষে মোবাইল এন্ড ডেভেলপমেন্ট ৪ মাসের কোর্সের ছাত্র ও ছাত্রী মাঝে সাটিফিকেট প্রদান করা হয়। এ প্রশিক্ষণে শিক্ষার্থীকে হিসেবে প্রধান অতিথির হাত থেকে সাটিফিকেট গ্রহন করেন দৈনিক আজকের সিরাজগঞ্জ পএিকার কম্পিউটার অপারেটর মুক্তা পারভীন।
Leave a Reply