মোঃ আব্দুস সালাম খাঁন লালমনিরহাট থেকে।।
লালমনিরহাটে আপন শ্বাশুরীর মাধ্যমে গৃহবধূ ধর্ষনের চেষ্টা থানায় অভিযোগ। জানা গেছে লালমনিরহাট সদর উ পজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলীপাড়া চাঁদনী বাজার এলাকার এনতাজ আলীর বিবাহিতা কন্যা গৃহবধূ শরিফা খাতুন (২০) কে তার শ্বশুরী নারগিস বেগমের মাধ্যমে একই এলাকার মৃত জাবেদ আলীর ছেলে হাশমত আলী (৪৮) ঘটনার দিন সাপটানা ১ নং আবাসনে মাছের প্রজেক্টে থাকা একটি টিনসেটের ঘরে ১৫ মার্চ দুপুর ১ টার দিকে শরিফা খাতুন কে ধর্ষনের চেষ্টা করে এবং ওই গৃহবধূর আত্নচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সে ধর্ষনের হাত থেকে রক্ষা পেলেও তার গায়ের পোশাক ধস্তাধস্তিতে ছিড়ে য়ায়। এঘটনায় তার শ্বশুরী নারগিস ও লম্পট হাশমত আলী কে আসামী করে লালমনিরহাট সদর থানায় এ ঘটনার পরের দিন ধর্ষনের চেষ্টার লিখিত অভিযোগ করলেও পুলিশ এখনও মামলা রুজু না করায় জনমনে নানা গুনজনের সৃষ্টি হয়েছে। এব্যাপারে লালমনিরহাট সদর থানার এস আই মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শীঘ্রই আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযুক্ত হাশমত আলী তার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগ সম্পন্ন মিথ্যা বলে দাবী করেছে।
Leave a Reply