হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা লাহিরীবাড়ী গ্রামে গত ৮/০৩/২০২২ ইং তারিখে বাবুল আকতার পিতা মৃত শুকুর আলীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি হয়। এ ব্যাপারে কামারখন্দ থানায় বাবুল আকতার বাদী হয়ে ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন মামলা নং জিআর ৩৬/২০২২(কামার) স্মারক নং ৬৮৫(৩)/১। এবং আসামী ধরাও পড়ে। জামিনে বেড়িয়ে আসামী পক্ষের জামালের নেতৃত্বে বাচ্চু, খোকন, ফরিদুল ও শরীফ এবং আরও অনেকেই মিলে বাবুল আকতার এবং তার স্ত্রী মোছা: হাসনা বেগমকে বেদম মারপিট করে এবং বাড়ীঘর ভাংচুর করে। এখন বাবুল আকতার এবং তার স্ত্রী মোছা: হাসনা বেগম ২৫০ শয্যাবিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসাপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে কামরখন্দ থানায় আরও একটি মামলার প্রস্তুতি চলছে বলে বাবুল আকতার জানান।
Leave a Reply