হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক রোববার (10 এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে, সিরাজগঞ্জ-২( সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পাশে জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ সকল মহলকে একযোগে কাজ করতে হবে।
মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী মহলের সহযোগিতা ছাড়া এ ব্যবসা করতে পারে না। প্রভাবশালী মহলকেও ধরতে হবে। তিনি বলেন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এই সংকট দূর করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোগীদের সাথে ডাক্তারদের আরও মানবিক আচরণ করতে হবে।
আসন্ন ঈদুল ফিতর এ জেলার আইনশৃঙ্খলা সুস্ঠ রাখতে প্রশাসনকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। । সভায় সিভিল সার্জন ড. রাম পদ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিসেস লুৎফুন্নেসা, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন , জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমন তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন।
Leave a Reply