হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
‘সবাই মিলে খলো করি মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ এপ্রিল জাতীয় ও আর্ন্তজাতকি ক্রীড়া দিবস- ২০২২ সিরাজগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকরে র্কাযালয় প্রাঙ্গণ থেকে র্বণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষণি করে। র্যা লীর উদ্বোধন ঘোষণা করনে সিরাজগঞ্জ জেলা প্রশাশক ড. ফারুক আহম্মাদ । র্যা লীতে ক্রীড়াবিদরা ছাড়াও রাজনতৈকি নেতৃবৃন্দ, প্রশাসনিক র্কমর্কতা বৃন্দ, সাংবাদকিবৃন্দ ও সুধীবৃন্দ অংশগ্রহণ করনে। পরে জেলা প্রশাসকের র্কাযালয়রে শহীদ শামসুদ্দনি সম্মলেন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি জেল প্রশাসক ড. ফারুক আহম্মাদ বলছেনে, শিশু কাল থেকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার সঙ্গে যার সর্ম্পক সৃষ্টি হয় সেই একসময় যোগ্য নাগরকি গড়ে উঠে। দেশের ভালো করতে চাইলে মাদকমুক্ত থেকে সুশক্ষিা গ্রহণ করতে হবে, এজন্য ক্রীড়াঙ্গনে ছাত্র-ছাত্রীদরে পদচারণা করতে হবে। সভায় বিশেষ অতথিরি বক্তব্য রাখনে, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমদে।
Leave a Reply