-এমপি মিল্লাত
হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
১হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের চূড়ান্ত পর্যায়ের কাজ আকস্মিক পরিদর্শন করেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে তিনি পরিদর্শনে যাওয়ার পথে প্রকল্প পরিচালক ও উপ-পরিচালক কে ফোন করেন। তারা দুজনে মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থান করার কথা জানালেও কলেজ প্রাঙ্গণে গিয়ে তাদের খুঁজে পাওয়া যায় নি। অন্যান্য কর্মকর্তারা জানান দুজন শীর্ষ কর্মকর্তার কেউই কর্মস্থলে নেই। তারা সিরাজগঞ্জের বাইরে অবস্থান করছেন। পরে সংসদ সদস্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চিকিৎসকদের চেম্বার, লিফট ও এয়ার কুলার প্রতিস্থাপনের এবং যন্ত্রপাতি স্থাপন ও অন্যান্য কাজের অগ্রগতি দেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply