মোঃ ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দশঘর গ্রামের, যুব সমাজের অন্যতম সদস্য মোঃ মাজেদ আহমদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। (গত ২/৪/২০২২ইং) রোজ শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে, কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিতিতে কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে, এ বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেন,
আমাদের থেকে আজ তোমার বিদায়ের দিন..তোমাকে যে এমনি করে বিদায় দিতে হবে তা কখনো ভাবিনি..আসলে এটা কোন বিদায় না–কিছু দিনের জন্য চোখের আড়াল –প্রকৃতপক্ষে বিদায় হচ্ছে “মহান রাব্বুল আ’লামীনের ডাকে সাড়া দেওয়া—যে ডাকে সাড়া দিলে কখনো কারো সাথে যোগাযোগ করা যায় না..ইনশা’আল্লাহ তোমার সাথে সব সময় আমাদের যোগাযোগ থাকবে,,আমরা তো তোমাকে বিদায় দিতে চাচ্ছি না, কিন্তু কি করব নিয়তির সাথে সবাইকে হার মানতে হয়..কেউ চাই না তার–মা বাবা- ভাই বোন- মাতৃভূমি-বন্ধুর ভালোবাসা ত্যাগ করে দেশান্তরে যেতে..যেতে হচ্ছে শুধু তোমার ভবিষ্যৎ জীবনকে আরো সুন্দর মধুময় করার জন্য, দোয়া রইল তুমি যেন তোমার উদ্দেশ্যে কামিয়াবি হন।
Leave a Reply