হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
“এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই শ্লোগানকে সামনে রেখে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগীতা ও আলোচনা সভা সহ নানা আয়োজনে শনিবার (২ এপ্রিল) সিরাজগঞ্জে ‘১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২’ উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, বেসরকারী সংস্থা এনডিপি এর উপপরিচালক কাজী মাসুদুজ্জামান পল প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান। এর আগে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বর থেকে একটি র্যা লী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় বক্তারা বলেন, অটিষ্টিক শিশুরা সমাজের বোঝা নয়। অটিষ্টিক শিশুদের জন্য সরকার উপবৃত্তি প্রদান, চিকিৎসা সেবা প্রদান সহ নানা কর্মসুচি বাস্তবায়ন করছে। তাই তাদের বুদ্ধিবৃত্তিকে বিকশিত হবার সুযোগ দিতে হবে এবং সমাজের ও রাষ্ট্রের উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে।
Leave a Reply