বুধবার (২৫ মার্চ) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এইচ আই ভি ও এইডস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের করণীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডাঃ ফারুক আহমেদ বলেছেন, এইচআইভি ও এইডস এর মতো মারাত্মক রোগ থেকে রক্ষা পেতে হলে প্রত্যেক নাগরিককে আরো সচেতন হতে হবে।এক্ষেত্রে গণমাধ্যমের কর্মীরা বিশেষ ভূমিকা রাখতে পারেন। এই রোগের বিস্তার রোধে হিজড়া জনগোষ্ঠী বিদেশ থেকে আগত ব্যক্তিদের সহ সকল নাগরিকদের পরীক্ষা করতে হবে। সিরাজগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। এইচ আই ভি ও এইডস রোগের বিস্তার ঘটায় স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই ঝুঁকি মোকাবেলা করতে সকল মহলকেই সচেতন হতে হবে। কারণ এ রোগে একবার আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য।
তিনি আরও বলেন বেসরকারি উন্নয়ন সংগঠন লাইটহাউস এ ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডঃ মোঃ খুরশিদ আলম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সহ সংশ্লিষ্ট চিকিৎসক লাইট হাউসের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। লাইট হাউসের সিরাজগঞ্জ প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
Leave a Reply