হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ সামসুদ্দিন স্টেডিয়ামে কুচ কাওয়াজ অনুষ্ঠিত হয়।
গতকাল ২৬ মার্চ সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে এই দিবস পালন করা হয়।
এসময় অভিভাদন গ্রহন করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এবং পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, স্থানীয় সরকার উপ- পরিচালক তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করীম মুক্তা প্রমূখ।
এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল ও কলেজ ও রোভার স্কাউট , বি,এন সিসি ক্যাডেট, যুব রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস সদস্য, পুলিশ বিভাগ অংশগ্রহণ করে।
ডিসপ্লেতে অংশগ্রহনকারীরা বঙ্গবন্ধুর জীবনী এবং বর্তমান সরকারের সাফল্যের কাহিনী ফুটিয়ে তোলে।
মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দল হিসেবে সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নের চাঁদপালে অবস্থিত অন্যতম বিদ্যাপীঠ আয়শা রশিদ বিদ্যানিকেতন প্রাথমিক শাখায় ডিসপ্লেতে ১ম এবং কুচকাওয়াজে ২য় স্থান অর্জন করে।
Leave a Reply