কলাপাড়া প্রতিনিধি।
মহিপুর থানার অফিসার ইনচার্জ হয়ে যোগদানের পড়েই তার কর্মকাণ্ড ফুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাদক নিয়ন্ত্রণ সহ অসহায়ের পাশে দারানো সব যেন স্মৃতি হয়ে ঘুরছে সবার ফেইসবুক ওয়ালে প্রশংসা কুড়িয়েছেন অনেকের। সাধারণ মানুষ ও বিষয় টি ভালোভাবে নিয়েছে কারণ তার ফেইসবুক পেইজের কারনে অপরাধীর সংবাদ যেমন পাচ্ছেন কার কি আপরাধ সেটাও জানছেন এলাকার মানুষেররা । নিজের ফেইসবুক থেকেই করতে পাড়ছেন নিজের মন্তব্য, আবার অনেকেই নিজের এলাকার মাদক কারবারি ধর্ষণ চুরি ভূমি দস্যু সহ সব ধরনের আপরাধের তথ্য দিতে পাড়ছেন নির্ভয়ে। এক কথায় সামাজিক যোগাযোগ মাধ্যম টাই ব্যবহার করছেন হটলাইন হিসেবে। যে কোন তথ্য খুব দ্রুত পৌঁছে দিচ্ছেন তাঁকে ফলে সাধারণ জনতা নির্বিঘ্নে এলাকার তথ্য দেওয়ায় মহিপুর থানা পুলিশের কাজ করতে সুবিধা হচ্ছে।
তাঁর সঙ্গে দেখা অথবা কথা বলার জন্য ধরতে হয়না দালাল নস্ট হয়না সময়। সরাসরি তার পেইজ থেকে ফোন নাম্বার সংগ্রহ করে জানাতে পাড়েন সমস্যার কথা। তাই এত সহজে মহিপুর থানার সাথে যোগাযোগ সংযুক্ত রাখতে পাড়ায় সাদুবাদ জানিয়েছেন ওসির এমন কর্মকাণ্ডকে। বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে অতিরিক্ত শব্দ দূষণ বাল্য বিবাহ মাদক সহ সব ধরনের তথ্য দিয়ে থাকেন অনেকেই তার ইনবক্সে। এছাড়াও ফেইসবুকে বিভিন্ন সমস্যার কথা লিখে তাঁকে ট্যাগ করে সমাধান চেয়ে সমাধান পেয়েছেন অনেকে।
মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইভটিজিং এর তথ্য নিজের ফেইসবুকে পোস্ট করেছিলেন সাংবাদিক মহিব্বুল্লাহ পাটোয়ারী সহ স্থানীয় কিছু যুবক। পোস্টটি ওসির দৃষ্টিগোচর হলে সাথে সাথে হস্তক্ষেপ করেন সেখানে প্রতিরোধ করেন ইভটিজিং মহিপুর থানার ইতিহাসে এটি একটি ব্যাক্তিক্রম প্রচেষ্টা যা সবার মনে যায়গা করে নিয়েছেন।
এই বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার আবুল খায়ের কাওসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল করার প্রচেষ্টায় ব্যস্ত সময় পার করছেন । দিয়েছেন অনেক সুযোগ সুবিধা আমরা কেন এই সুফল ভোগ করবোনা। ৮০% মানুষ এখন স্মার্ট ফোন ব্যবহার করে এলাকার অপরাধীরা অনেকেই তাদের সামনেই অপরাধ করে বেড়ায়। অনেকেই ভয়তে কিছু বলেনা হাতের স্মার্ট ফোন দিয়ে অনেক কিছুই গোপনে ভিডিও করে আমাকে জানায় যা অপরাধ নিয়ন্ত্রণে আমাকে অনেক সাহায্য করে। আমি চাই মহিপুর থানার সবার সাথে আমার যোগাযোগ থাকবে সব এলাকার তথ্য আমি দেখবো। অনেকে থানায় আসতে নারাজ তাঁরাও আমাকে পেইজ অথবা ফেইসবুকে আমাকে তথ্য দেন যা এলাকার মানুষের জন্য কাজ করতে সহায়তা করে।
আবার কখনো কেউ হারিয়ে গেলে ফেইসবুকে পোস্ট করলে কারো না কারোর নজরে আসে ফিরে পেতে সহযোগিতা করেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অজানা তথ্য পাওয়ায় আমিও সবার কাছে পৌঁছে যেতে চাই জানতে চাই মানুষের দেওয়া সঠিক তথ্য।
Leave a Reply