লালমনিরহাট প্রতিনিধিঃ ক্ষুদ্র চা চাষীদের দক্ষতা উন্নয়নে বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌরসভা মিলনায়তনে লালমনিরহাট চা বোর্ডের উদ্যেগে চা চাষীদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চা বোর্ডের পরিচালক ডক্টর একেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃঅশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি । এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, সাবেক এমপি সফুরা বেগম রুমি, অতিরিক্ত জেলা প্রশাসক টি এম এ মমিন,পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান। এ কর্মশালায় চা চাষ বৃদ্ধির লক্ষ্যে ৫৬জন চা চাষীকে সেচ যন্ত্র, স্প্রে মেশিন ও কীটনাশক প্রদান করা হয়।
Leave a Reply