হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
এলাকা পরিস্কার পরিছন্ন রাখি, দেহ মনে সুস্থ থাকি এই স্লোগান কে সামনে রেখে ১২ নং ওয়ার্ড সালেহা স্কুল রোড দাসপাড়া’র ড্রেন ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল ১১ টায় মুজিব সড়ক রোডস্থ ১২ নং ওয়ার্ড এলাকাবাসী সালেহা স্কুল রোড দাসপাড়া’র বাংলাদেশ রবিদাস ফোরাম এর সভাপতি বাবলু রবি দাসের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দিলীপ গৌর, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক অশোক ব্যানাজী, ১২ নং ওয়ার্ডের বাসিন্দা ও নারী সাংবাদিক মাকসুদা খাতুন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন সভাপতি অনিল রবি দাস, রবিদাস পাড়ার পূজা কমিটির কোষাধ্যক্ষ জীবন রবিদাস, তৃনমুলের যুগ্ম সাধারণ সম্পাদক সত্যশীল, রবিদাস উন্নয়ন পরিষদ সিরাজগঞ্জের সভাপতি বিরেন্দ্রে কুমার দাস, দলিত আন্দোলন সিরাজগঞ্জ এর প্রধান উপদেষ্টা গনেশ সিং, তৃনমুল এক্য পরিষদ সভাপতি রতন গুপ্ত প্রমূখ।
এ সময় বক্তাগণ বলেন, সিরাজগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডের এলাকাবাসী উদ্যোগে সালেহা স্কুল রোড দাসপাড়া’র ড্রেন,রাস্তা,ও সুন্দর পরিবেশ আনার লক্ষে আমরা মানববন্ধন করছি। সিরাজগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা মহোদয় আমাদের এলাকার দুঃখ কষ্টের কথা চিন্তা করে অবিলম্বে আমাদের পাশে দাঁড়াবেন বলে আমরা আশাবাদী। আমরা সিরাজগঞ্জ পৌরসভার ১৫ টি ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন দেখছি তা সত্যি প্রশংসনীয় । পৌর এলাকায় ১২ নং ওয়ার্ডের উন্নয়ন কথা মনে করে আপনি নাগরিকদের পাশে দাঁড়াবেন বলে আমাদের বিশ্বাস।
Leave a Reply