জাহানারা আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসি নামে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধা করা হয়েছে। ২০ মার্চ রোববার দুর্ঘটনার পর লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে, দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে ১৫০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন লঞ্চটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। মুন্সীগঞ্জগামী লঞ্চটিতে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিক নিশ্চিত করতে কেউ পারেননি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মরদেহ গুলো আমাদের হেফাজতে রয়েছে। এদের মধ্যে একজন নগরীর জেনারেল (ভিকটোরিয়া) হাসপাতালে মারা গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার তৎপরতা এখানো চলছে।
Leave a Reply