একজনের মরদেহ উদ্ধার
হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে দুই তরুণ নিখোঁজের একজনের মরদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
যমুনা নদীর জলে ডুবে যাওয়া নিখোঁজ ওই দুই তরুণ ছিলেন, সিরাজগঞ্জ শহরের গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে সবুজ কানন স্কুলের এসএসসি পরীক্ষার্থী সঞ্জিব কর্মকার নয়নের ( ১৬) মরদেহ উদ্ধার করেছে ডুবীর দল। আরেক নিখোঁজ তরুন হলেন একই এলাকার বিপ্লব সুত্র ধরের ছেলে দশম শ্রেণির ছাত্র সকাল সূত্রধর যার খোঁজ এখন ও মেলেনি ।
শুক্রবার (১৮ মার্চ) দুপুর সাড়ে বারটার দিকে সিরাজগঞ্জ জেলখানা ঘাট এলাকার যমুনার নতুন চরের পাশে নদীতে আট বন্ধু মিলে গোসল করতে নামলে এ ঘটনাটি ঘটে। এঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় – সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান টনি জানান, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নৌকা নিয়ে আট জন স্কুলছাত্র যমুনায় গোসল করতে যায় কিন্তু সাঁতার না জানায় তাদের মধ্যে চারজন পানিতে ডুবে যায়।
এসময়, নদীতে নৌকা চলাচলকারি মাঝিরা বকুল সূত্র ধরের পুত্র – প্রান্ত সূত্রধর (১৬)কে ও রিপন কর্মকারের পুত্র বিশাল কর্মকার (১৬)কে উদ্ধার করতে সক্ষম হয়। এই চার জনের মধ্যে সঞ্জিব কর্মকার ও সকাল নামে দুই ছাত্রকে উদ্ধার করতে পারেনি।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করার পর বিকেলে দিকে স্কুল শিক্ষার্থী সঞ্জিব কর্মকার নামের একজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও নিখোঁজ হওয়া আরেক ছাত্রকে সন্ধ্যা রাত পর্যন্ত খোঁজ-খুজি কটে উদ্ধার করতে পারেনি। শনিবার রাজশাহী থেকে ডুবুরি দল আনা হচ্ছে বলে তিনি জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান ।
অপরদিকে, সিরাজগঞ্জ সদর থানার এস,আই দয়াল ব্যানার্জী জানান, এ দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানার পুলিশের একটি টিম যমুনা নদীর নতুন চরে ঘটনাস্থলে উপস্থিত হলে এসময় স্থানীয়রা ও নৌকার মাঝিরা জানান যে, ৭/৮ জন মত স্কুল শিক্ষার্থীরা নতুন চরে এসে দোল উৎসব করে নদীতে গোসলের জন্য নামলে এদের মধ্যে চারজন সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে ২ জনকে উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে যাওয়া বাকী দু’জনকে উদ্ধার করতে পারিনি ।
Leave a Reply