মহিপুর প্রতিনিধি।
মহিপুরে আলোচনা সভা, কেককাটা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মহিপুর ইউনিয়ান আওয়ামী সহযোগী সংগঠনের আয়জনে জাতির পিতার জন্মদিন উদযাপন করেছে। আজ সন্ধা ৭ টায় দলিয় কার্যলয় আলোচনা সভা ও কেককাটা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি আঃ মালেক আকন । বিষেস অতিথি ছিলেন ইউনিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম হাওলাদার,সহসভাপতি আবুছালে পাটুয়ালী,যুগ্ন সাধাণ সম্পাদক ডাঃ রুহুল আমিন দুলাল,সাংগঠনীক সম্পাদক সুলতান হাওলাদার মহিপুর থানা যুবলীগের আহবায়াক কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগের সভাপতি সবেক সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহিপুর ব্যবসায়ী কমিটির সাধাণ সম্পাদক প্রেস ক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম,থান ছাত্রলীগের সভাপতি সোয়েব খান, ইউনিয়ান ছাত্রলেিগর সভাপতি জাহিদ খান,সাধারণ সম্পাদক রুবেল প্রমুখ ।
Leave a Reply