হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
র্যাব-১২, ১১ মার্চ সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালীহাতি থানার পৌলী গ্রামের ডোরেন পাওয়ার প্লান্ট এর সামনে ঢাকা টু বগুড়া মহাসড়কে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭২৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল এবং নগদ ১৫০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী সিরাজদগঞ্জ জেলার চর বনবাড়ীয়া গ্রামের মৃত জয়নাল আবেদীন এর পুত্র আব্দুর রশিদ পল্টু(৫১)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাহাকে টাঙ্গাইল জেলার কালীহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply