হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
“মুজিববর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই স্লোগান কে সামনে রেখে জাতীয় দূর্যোগ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসক এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, রেড ক্রিসেন্টে সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তফা কামাল খান, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট হেলাল আহমেদ।
অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা সাবেক পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও রেড ক্রিসেন্টে সোসাইটির কার্য নির্বাহী সদস্য বেগম আশানুর বিশ্বাস, সদর উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা (পি, আইও) মোঃ সাইদুল হক, ফায়ারসার্ভিস ও সির্ভিল ডিফেন্স এর সেষ্টন মোঃ আতাউর রহমান,ব্র্যাক জেলা সমন্বয়কারী রইচ নিবার্হী পরিচালক সুক ও সাধারণ সম্পাদক এনজিও ফেডারেশন মোঃ আনোয়ার হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচি এসোসিয়েট মোঃ মাসুদ রানা, বিভিন্ন স্কুল ও কলেজর ছাত্র ছাত্রীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি ড.ফারুক আহম্মদ বলেন, বাংলাদেশের আগাম দূর্যোগ মোকাবেলা করার লক্ষে আমাদের টিম দিনরাত কাজ করে যাচ্ছে। আপনারা ৯৯৯ এর নাম্বারে ফোন দিলে দূর্যোগের সঠিক পরামর্শ দিয়ে আপনার পাশে থাকবে এই সংস্থাটি।মানববতার কাজের বিনিময়ে বাংলাদেশ হতে পারে সোনার বাংলাদেশ। আমরা দূর্যোগ কমাতে চাই। জেলা প্রশাসক আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দূর্যোগের সময় নিজেই মনিটরিং করেন। এ ব্যাপারে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে দূর্যোগ মোকাবেলায় কমিটি করা আছে। মনে রাখতে হবে যে আমরা যখন নিজেরাই প্রকৃতির উপর অত্যাচার করবো, প্রকৃতিও ঠিক তদরুপ ভাবে বিরুপ প্রভাব সৃষ্টি করবে। দেশের বিভিন্ন স্থানের গাছপালা কেটে উজার করার ফলে বর্জপাত এখন বেড়ে গেছে। এই বজ্রপাত প্রতিরোধে আমাদের বাড়ীর আঙ্গিনা সহ আশপাশের জমি এবং রাস্তার দু- পাশে তালগাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগাবো। এবং সঠিক ভাবে পরিচর্যা করবো। তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দুর্যোগ ও ঝুকি মুক্ত সবুজ সোনার বাংলা উপহার দিতে পারবো। জয় বাংলা।
Leave a Reply