হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
র্যাব-১২ বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সিআরপিসি চড়িয়া কান্দিপাড়া গ্রামের রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০৯ গ্রাম হেরোইনসহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ ৫৩০ টাকা জব্দ উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আলামিন হক (৩৮), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের হাবিবুর রহমান এর পুত্রু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ৮(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
০১৭৩০৯৮৮০৯৬
Leave a Reply