মিঠু মুরাদ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
বুধবার (১ লা মার্চ) সকালে পাটগ্রাম মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠান কলেজের বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে অধ্যক্ষ মো. মিজানুর রহমান নীলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাবু পূর্ণ চন্দ্র রায়, সভাপতি, পাটগ্রাম মহিলা কলেজ ও বাংলাদেশ আওয়ামী লীগ , পাটগ্রাম উপজেলা শাখা।
পাটগ্রাম মহিলা কলেজ এর অধ্যক্ষ মিজানুর রহমান নীলু বলেন , ২০২২ শিক্ষাবর্ষের আজ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হলো । সকল বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানাই প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া ও নিরন্তর ভালোবাসা। প্রায় দু’বছরে করোনা অতিমারির মধ্যে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। এর মধ্যেও আমরা শিক্ষার্থীদের পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিয়ে যথাসময়ে ফলাফল প্রকাশ করেছি এবং কলেজের ভর্তি কার্যক্রম যথা সময়ে সম্পন্ন করেছি। এত প্রতিকূলতার মধ্যেও সফলভাবে সকল কাজ সম্পন্ন করায় এ সকল কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। সেই সাথে কলেজের শিক্ষার মান উন্নয়নে লক্ষ্যে সর্বদা আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি ।পাটগ্রাম মহিলা কলেজ মহিলাদের শিক্ষা প্রসারে সর্বদা কাজ করে যাচ্ছে। আগামীতে আরো কার্যকর ভূমিকা রাখবে এ জন্য সবার সহোযোগিতা একান্ত কাম্য।
Leave a Reply