বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে মুজিব সড়ক রোডস্থ সিরাজগঞ্জ মহিলা আওয়ামীলীগ কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্নার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না,জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডঃ কাজী সেলিনা পারভিন পান্না, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সহ সভাপতি ফারজানা বারী অপু, সহ সভাপতি নুর মহল প্রমুখ।
উল্লেখ্য, নানান কর্মসূচীর মধোদিয়ে ভোরে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন , বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্যে দিয়ে সিরাজগঞ্জে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি এি- বার্ষিক সম্মেলনকে আরো সুন্দর করতে এবং সফল করার লক্ষে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সিরাজগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না।
Leave a Reply