মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মনিপুরী তাঁত শিল্প ও জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উন্নয়নের স্বপ্ন নিয়ে শুরু হয়েছে মাস ব্যাপী এস এমই শিল্প ও বানিজ্য মেলা ২০২২ ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী)বিকেল ৩টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য সাজে সজ্জিত শিল্প ও বাণিজ্য মেলায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এম পি। তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে শিল্প ও বাণিজ্য প্রসারের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সিরাজগঞ্জের মাটিতে ৩ বার শিল্প ও বানিজ্য মেলা শুরুর মধ্য দিয়ে সিরাজগঞ্জের ঐতিহ্যমণ্ডিত তাঁতশিল্প আরো বিকশিত হবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শিল্প ও বাণিজ্য প্রসারের কোন বিকল্প নেই। সিরাজগঞ্জে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্যর সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফ বিসিসিআই ) ঢাকা এর প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল, সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সংসদ সদস্য তানভীর ইমাম, মমিন মন্ডল এমপি, জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার। অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, এড. আব্দুল হাকিম, অন্যতম পরিচালক সেলিম আহমেদ, রাশেদ ইউসুফ জুয়েল, হীরক গুন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর স্মরণে গীতিআলেখ্য পরিবেশন করেন আনন্দধারা নৃত্যকলা একাডেমি এবং দেশের গান পরিবেশন করেন সবুজকানন স্কুলের শিল্পীরা। এবারের মেলায় অর্ধশতাধিক আকর্ষণীয় বালি স্থাপন করা হয়েছে। ঢাকা-বগুড়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে। প্রথম দিনে মেলায় উপচে পড়া ভিড় ছিল। বিশেষ করে শিশু ও মেয়েদের আকর্ষণীয় থ্রিপিচ, শাড়ি সহ বিভিন্ন স্টলে মানুষের ঢল নামে।
Leave a Reply