সিরাজগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় আয়োজন নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ১১ টায় শহীদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ৪৩ তম, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক সভা সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময়ে বক্তব্যে রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারীকমিশনার (ভূমি) রবীন শীর্ষ, পুলিশ পরিদর্শক (জেলা বিশেষ শাখা) সুকোমল চন্দ দেবনাথ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য আগামী ২৯ ও ৩০ মার্চ সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। ৪৩ তম. জেলা বিজ্ঞান মেলায় ৩০ সদস্য বিশিষ্ট জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটি করা হয়। এবং প্রতিটি উপজেলা থেকে খুদে বিজ্ঞানীরা তাদের প্রজেক্ট উপস্থাপন ও অংশগ্রহণ করবেন। এ ছাড়াও বিভিন্ন ক্লাব সংগঠন গুলো এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হয়।
Leave a Reply