হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়, এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সম্মেলন জাকজমক পূর্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানমালার শুভ সূচনা হয়। এর পর উদ্বোধনী পর্ব ও গুনীজন সম্মাননা পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের (রাজশাহী বিভাগীয়) প্রেসিডিয়াম সদস্য মমিন বাবুর সভাপতিত্বে ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য শাহাদাত হোসেন খান হীলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের (ভারপ্রাপ্ত) সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, প্রেসিডিয়াম সদস্য অনস্ত হীরা, প্রেসিডিয়াম সদস্য নাজিমুদ্দিন জুলিয়াছ, রাজ্জাক মুরাদ, এইচ আর অনিক, চঞ্চল সৈকত, মাসুদ আলম বাবু, খোরশেদ আলম, শরীফ খান, দিশা, শরীফ মাহফুজুল হক, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সারা দেশে বাঙ্গালী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংস্কৃতির বিকাশ ছাড়া জাতির মুক্তি আসতে পারে না। নাট্যাঙ্গনে যারা অসামান্য অবদান রেখে যাচ্ছেন তাদেরকে সম্মানিত করছে গ্রুপ থিয়েটানর ফেডারেশন। এই ধারা আমরা অব্যাহত রাখবো।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক দিলীপ গৌর, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন সভাপতি হাফিজুর রহমান সামাদ সহ সিরাজগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের রাজশাহী বিভাগীয় সম্মলনের ৫ গুণীজন কে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা পেয়েছেন আসাদ উদ্দিন পবলু, আমির হোসেন সুরুজ, আনামা হাই আব্দুল হাদী, আনিছুর রহমান, শাহজাদ আলী বাদশা।
১৯.০২.২০২২
০১৭৩০৯৮৮০৯৬
Leave a Reply