ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভিন্ন কৌশলে মোবাইল ফোন নাম্বার ক্লোন ও ইমো ওয়ার্থসাপে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এ চক্রটি বেছে নিচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা ব্যাবসায়ী ও শিক্ষার্থী, অভিভাবক সহ সহজ সরল মানুষদের কে।এমতা অবস্থায় জন সাধারনের প্রতি সতর্ক বার্তা দিয়েছে ছাতক থানা পুলিশ।
এক শিক্ষার্থীরর অভিভাবক জানান,, যে নাম্বরে উপবৃত্তির টাকা আসে সেই নাম্বরে প্রথমে মেসেজ দিয়ে পরে কল দিয়ে কথা বলে কৌশল মোবাইল থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, এ ধরনে প্রতারনা থেকে রক্ষা পেতে সচেতন থাকা খুব জরুরী। থানার অফিসার ইনচার্জ, এএসপি,এডিশনাল এসপি, উপজেলা নির্বাহী অফিসার সহ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে এবং থানা হাজত থেকে গ্রেফতারকৃত আসামীদের ছাড়িয়ে দিবে বলে টাকা চাইলে অথবা সরকারী কোনো কর্মকর্তার নাম ব্যাবহার করে টাকা বা অন্য কিছু দাবি করলে ছাতক থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।
ছাতক থানায় যোগাযোগের মোবাইল নাম্বার অফিসার ইনচার্জ( 01320-120816)
ডিউটি অফিসার মোবাইল নাম্বার (01320-120821) ছাতক, সুনামগঞ্জ।
ফজল উদ্দিন,
ছাতক উপজেলা প্রতিনিধিঃ
মোবাইল নাম্বার ০১৭৫২২৫৭৯৮০
১৬/২/২০২২/
Leave a Reply