হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ও মেছড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে এম শামসুদ্দীন সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান (জিয়া মুন্সি) ও মেছড়া ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ কে শপথ গ্রহণ করান ।
শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন, ইউনিয়ন পরিষদের কার্যাবলী সুচারুভাবে পরিচালনা করলে তৃণমূল পর্যায়ে জনসাধারণ উপকৃত হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে সরকারের সকল সেবা পৌঁছে দিতে হবে। দূর্গম চর অঞ্চলের সকল মানুষ যাতে সেবা নিতে এসে কোন প্রকার হায়রানিতে না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে জন্ম মৃত্যুর সনদ প্রদান করা থেকে শুরু করে মাদক,বাল্যবিবাহ রোধ, গ্রাম আদালত বিধিমালা আমলে নিয়ে বিচারিক কার্যক্রমগুলো সকলকে সংগে নিয়ে করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সঞ্চালক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন। এসময় ম্যাজিষ্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি, সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ হেলাল আহমেদ, সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ জামাত আলী মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী আবু মূসা প্রমুখ।
এছাড়াও ইলেকট্রনিক মিডিয়ার ও প্রেস মিডিয়ার সাংবাদিকগণসহ কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সচিব আবু সাঈদ ও মেছড়া ইউনিয়ন পরিষদের কম্পিউটার কাম অপারেট মোঃ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ জানুয়ারী -২০২২ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়।
14.02.2022
01730988096
Leave a Reply