অমর একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার,থিমপার্ক ও ফাউন্টেইনের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও নাঃগঞ্জ জেলা প্রশাসক মোঃ মন্জুরুল হাফিজ থিমপার্ক,ফাউন্টেইন ও মিনারটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহির সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুইয়া,সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি)গোলাম মুস্তাফা মুন্না,সোনারগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভুইয়া, বৈদ্যোরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার,সোনারগাঁও পৌরসভার প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি,সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল,জাবেদ রায়হান জয়,আনিসুর রহমান বাবুসহ স্হানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply