সিরাজগঞ্জের এনায়েতপুরে বালুবাহি ট্রাক চাপায় আতিক (২৫) নামের এক মুদি দোকানী নিহত হয়েছে। বুধবার সকাল সোয়া নয়টার দিকে খামার গ্রাম ডিগ্রি কলেজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিক দৌলতপুর ইউনিয়নের আজুগড়া এলাকার খলিলুর রহমানের ছেলে। এ দুর্ঘটনায় মোটর সাইকেলের চালক রাজু আহম্মদ আহত হয়েছে। সে একই গ্রামের হানিফের ছেলে। সম্পর্কে তারা চাচা ভাতিজা বলে জানা গেছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, বুধবার সকালে চাচা-ভাতিজা একটি মোটর সাইকেলে এনায়েতপুর থানা সদরের দিকে যাচ্ছিল। পথে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের খামার গ্রাম ডিগ্রি কলেজের পাশে মোটর সাইকেল করে পৌছালে একটি বালুবাহি ট্রাক পিছন থেকে তাদের চাপা দেয়। এতে দুজনই আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক আতিককে মৃত ঘোষনা করেন। এদিকে ঘাতক ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলা হয়নি।
Leave a Reply