জাহানারা আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
৬ই ফেব্রুয়ারী ২০২২
জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে প্রঞ্জা ইউকে এর অর্থায়নে নারায়ণগঞ্জ জেলায় বিশ্ব শ্রম কর্মসূচি -শ্রমিকদের ক্ষমতায়ন ও স্বীকৃতির জন্য সংগঠিত করার প্লাটফর্ম (জিএলপি পাওয়ার)
প্রকল্পের ১ দিনের ভার্চুয়াল ট্রেনিংয়ের
আয়োজন করা হয়।যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কৃষক, চামড়া
শিল্প, টুরিস্ট গাইড, গার্মেন্টস কর্মীসহ ৫০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়।
পর্যায় ক্রমে নারায়ণগঞ্জ জেলায় ৫০০০ হাজার লোককে এ প্রশিক্ষণের আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন জে এস এস কে এস এর নির্বাহী পরিচালক মোসাঃ
জাহানারা আক্তার প্রঞ্জা বাংলাদেশের
প্রোগ্রাম অফিসার মোরশেদ আলম
এবং সংস্থার প্রতিনিধিসহ আরো অনেকে
Leave a Reply