জি এম রাব্বী সাংবাদিক লালমনিরহাটঃ-
জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিত্যক্ত একটি ইটভাটা থেকে মৌসুমি আক্তার নার্গিস নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছেন মেলান্দহ থানা-পুলিশ।
নিহত মৌসুমি আক্তার নার্গিস লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী এলাকার জাকির হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার দাউদপুর এলাকার জামালপুর-ইসলামপুর সড়কের পাশের একটি পরিত্যক্ত ইটভাটার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সড়কের পাশের ওই ইটভাটার মাঠে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারসহ ঘটনাস্থল থেকে রিকশার লোহার এক্সেলের অংশ উদ্ধার করে।
মেলান্দহ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, নিহত তরুণীর মাথা থেঁতলে দেয়া হয়েছে। মুখেও আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই তরুণীকে অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
এ দিকে নিহত নার্গিসের গ্রামের বাড়ি কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের উঃবত্রিশ হাজারি মৌজা(চাপারহাট) গিয়ে দেখা গেছে, নীরব নিস্তব্ধ পরিবেশ। শোকে পাথর হয়ে গেছে তার স্বজনরা।
নিহত নার্গিসের মা ববিতা বেগম জানান বিগত ৬ মাস পূর্বে ভালোবাসার সুত্রে জামালপুরের জাহেদুল ইসলাম জাহিদের সাথে নার্গিসের বিয়ে হয়।
গত সোমবার (৩১শে জানুয়ারী) নিহত নার্গিস তার নানী ও খালার সাথে ঢাকার জিরানীতে যান।২রা ফেব্রুয়ারী বুধবার সকালে চাকরি খুজতে ঢাকার বিভিন্ন গার্মেন্টেসে যান এবং সেদিন সকাল ৮টা ও দুপুর ১ঃ৩০ টায় নার্গিস মোবাইল ফোনে তার মায়ের সাথে কথা বলে।এরপর থেকেই নার্গিসের ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরের দিন ৩রা ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উঃবত্রিশ হাজারি ওয়ার্ডের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য শাখাওয়াত হোসেন বকুলের নিকট নার্গিসের নিহতের সংবাদ জানতে পারেন এবং বিকেলে ববিতা বেগম তার স্বজন সহ মেয়ের লাশ আনতে জামালপুর অভিমুখে রওয়ানা দেন।।
Leave a Reply