স্থগিতাদেশ কার্যকর নিয়ে দীর্ঘ সূত্রিতার অভিযোগে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জের ধরে শাহজাদপুর সরকারী কলেজ মসজিদে প্রায় এক বছর যাবত সাধারনের নামাজ আদায় বন্ধ রয়েছে। এদিকে মসজিদের জমির মালিকানা সংক্রান্ত মামলায় হাই কোর্টের স্থগিতাদেশ কার্যকর নিয়ে দীর্ঘ সূত্রিতার অভিযোগ উঠেছে। এ নিয়ে কলেজের আশপাশের মুসল্লিদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
গতকাল সকালে স্থানীয় একটি পত্রিকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মার্কাস মসজিদ কমিটির সভাপতি মোজাহার আলী অভিযোগ করে বলেন, শাহজাদপুর সরকারী কলেজ ক্যাম্পাসের ভিতরে অর্পিত ভুমির উপর ১৯৯৭ সালে নির্মিত মসজিদটি শুরু থেকেই তাবলিক মার্কাস মসজিদ নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)’র মাধ্যমে ১১ লাখ ১৫ হাজার ৮৬০ টাকার বিনিময়ে জেলা প্রশাসক সিরাজগঞ্জ ১২/০৫/২০০৮ ইং তারিখে মার্কাস মসজিদের নামে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দলিল সম্পাদন করে দেন। পরবর্তীতে দেখা যায় সম্পাদিত দলিলের মধ্যে ১০৬২৪ এবং ১০৬২৮ দাগ দুইটির জায়গা সরকারী সম্পত্তি। উক্ত দলিল সংশোধনের জন্য মোজাহার আলী শাহজাদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ চৌকি আদালতে মামলা করলে আদালত ১৮/০৮/২০২০ ইং তারিখে মামলাটি খারিজ করে দেন। উক্ত রায়ে মোজাহার আলী ২২/১০/২০ইং তারিখে হাই কোর্টে আপিল করে। আপিল শুনানীর এক পর্যায়ে হাইকোটর্ ১৪/১২/২১ তারিখে আপিল নিস্পত্তি না হওয়া পর্যন্ত মসজিদটির আইন শৃঙ্খলা দেখভালের জন্য জেলা প্রশাসক সিরাজগঞ্জের উপর দায়িত্ব অর্পন করেন। একই সঙ্গে মুসল্লীরা যাতে শান্তিপূর্ণ ভাবে নামাজ আদায় করতে পারে তার ব্যবস্থা করতে বলেন। কিন্তু শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার হাইকোর্টের এ্ই আদেশ বাস্তবায়ন করতে দীর্ঘ সুত্রিতা করেন এবং আপিল নিস্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশ বাস্তবায়ন যোগ্য নয় মর্মে জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই সাধারন লোকজন এই মসজিদে নামাজ আদায়ের সুযোগ পাচ্ছে না। তার মতে কলেজ কর্তৃপক্ষ কেবল কলেজ চলাকালে নামাজের জন্য মসজিদে প্রবেশের ফটক খুলে দেন । কলেজ বন্ধ হলে মসজিদও বন্ধ হয়ে যায়।
Leave a Reply