ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলা নন গেজেটেড কর্মচারী ক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে করোনা মহামারির ফলে ক্লাবের সকল সদস্য গন ঐক্য বদ্ধ হয়ে কোন কিছু করতে না পারায় এবং ক্লাবের উন্নয়ন কাজ আরও এগিয়ে নিতে সকলেই ঐক্য মত পোষণ করেন। এছাড়া ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ক্লাবের উন্নয়ন কাজে একলক্ষ টাকা অনুবাদ ঘোষণা করায় তাকে অভিনন্দন জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে ক্লাবের সভাপতি সত্যন্দ্র লাল রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উচ্চ মান সহকারী এবং বাবা লোকনাথ আশ্রমের সভাপতি বাবু অরুণ অধিকারী,সহ-সভাপতি মাসুদুর রহমান ভূইয়া, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সি এ এবং ক্লাবের কোষাধ্যক্ষ জিতেন বর্মন, সাংগঠনিক সম্পাদক বেবুল কুমার দাস, ক্রীড়া সম্পাদক বিদুষ কুমার দাস, কার্য নির্বাহী সদস্য আবুল কাসেম, জামিল হোসেন, মিজানুর রহমান। এ সময় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা জয়নাল আবেদীন, তপন তরফদার, জামাল উদ্দিন প্রমূখ।
ফজল উদ্দিন,
ছাতক সুনামগঞ্জ
তাং ০১-০২-২০২২.
০১৭৫২২৫৭৯৮০
Leave a Reply