অর্পিতা দেব
আদিতমারী, লালমনিরহাট।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গিলাবাড়ি (নামাটারী) গ্রামে অবস্থিত গিলাবাড়ি জামে মসজিদ। পুরাতন এই জামে মসজিদ মুঘল আমলের ঐতিহ্য বহন করে আসছে উক্ত এলাকায় (গিলাবাড়ি)। পুরাতন এই মসজিদ মুঘল আমলের ঐতিহ্য পূর্ন নির্মাণ চিত্র বহন করে আসছে।
এই মসজিদ এর ইতিহাস শুনলে জানা যায় ১৫৯৬ খ্রিস্টাব্দ থেকে ১৬৮৭ এর মধ্যে এই মসজিদ নির্মাণ করা হয়। যা লালমনিরহাট জেলা মুঘল আমলের ঐতিহ্য বহন করে আসছে।
প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটি জাতির পরিচয় বহন করে,প্রত্নতত্ত্ব দেশের জন্য অমূল্য সম্পদ। প্রত্নতত্ব সংরক্ষণ এবং নিরাপত্তা সম্পর্কে সাংবিধানিক বিধিমালা থাকলেও এখানে লালমনিরহাট জেলার অমূল্য সম্পদ হিসেবে মসজিদ টি থাকলেও এটা ভাঙ্গবে বলে চলছে পরিকল্পনা। মূল কাঠামো ভেঙ্গে নতুন মসজিদ বানানোর চলছে চেষ্টা স্থানীয়দের সুত্র হতে জানা যায়। মসজিদ রক্ষার্থে এলাকার সচেতন ব্যক্তিরা আকুল জানাচ্ছে আবেদন জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর কতৃক। দেশের এই মূল্যবান প্রত্নতত্ত্ব নিদর্শন রক্ষা সংরক্ষণ এবং পূনরায় পরিকল্পিত ভাবে সংস্করণ দরকার বলে জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসি। তারা এই আশা প্রকাশ করেন যে, যদি আমাদের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত হয় তাহলে আমাদের আগামী প্রজন্ম এথেকে লালমনিরহাট জেলা মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং দেখতে পারবে। এছাড়া মসজিদ টি ছোট হলেও নামাজ আদায় করে মনে আসে তাদের প্রশান্তি এই কথা জানায় এলাকার সচেতন ব্যক্তিবর্গ।
Leave a Reply