কালীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
“আলোময় পথে সবে চলো একসাথে”নিজের সবটুকু দিয়ে মানবতার সেবা করা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে এতিম,অসহায় ও দুঃস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন”ঝলক”।
১৫ জানুয়ারী শনিবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ঝলক”এর আয়োজনে গত বছরের ন্যায় এবারও গরীব,অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন ও করোনার নতুন উপসর্গ ওমিক্রন মোকাবেলায় সামাজিক সচেতনতা সৃষ্টি সহ মাস্ক বিতরণ করেছে সংগঠনটি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক ফজলুল করিমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন চাপারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাখখারুল ইসলাম (মিন্টু) চাপারহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিতেন্দ্র নাথ রায়,চাপারহাট কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক গুরুদাস রায় ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ।
এ সময় এলাকার শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ফজলুল করিম বলেন আর্তমানবতার সেবা দানের লক্ষ্যে সংগঠনটির সৃষ্টি হয়েছে,গরীব অসহায়দের রক্তদান সহ সামাজিক সচেতনতা সৃষ্টি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ গ্রহণ ও সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে আছি এবং আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply